AVATAR-2

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবতারের সিক্যুয়েল নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন প্রযোজক

করোনাভাইরাসের মহামারী রুখতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। তবে বেশ কিছু দেশ ইতিমধ্যেই স্বাভাবিক কাজকর্মে ফিরতে শুরু করেছে। তেমনই একটি ভাল খবর রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। থ্রিডি সিনেমা ‘অবতার’- এর কথা নিশ্চয় সবার মনে আছে। এবার সেই ছবির সিক্যুয়েল (Avatar sequel) তৈরি হচ্ছে। সিনেমার শুটিংয়ের জন্য সেট আগেই তৈরি হয়ে গিয়েছিল।এবার ছবির শুটিং শুরু হল বলে। এতদিনে বেশ খানিকটা কাজ এগিয়ে যেত, তবে ওই যে বললাম। করোনার কাঁটায় সবই পিছিয়ে গিয়েছে। তখন আর অবতার-২ বাদ থাকে কেন।



তবে যাইহোক সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে কাজে ফিরছে বিশ্ব। তাইতো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শুটিং সেটের ছবি পোস্ট করে সিনেমার প্রযোজক জন লানডাউ ফের ফিল্মবাফদের মনে করিয়ে দিলেন আসতে চলেছে অবতার-২। শুটিং শুরু হচ্ছে খুব শিগগির। তিনি ছবি পোস্টের সঙ্গে লেখেন, “আগামী সপ্তাহেই নিউজিল্যান্ডে ফিরছি।” সেখানেই অবতার-২ এর শুটিং সেট তৈরি হয়েছে। তাই শুটিংশুরু হতে যে খুব বেশি দেরি হবে না তা স্পষ্ট। আরও পড়ুন-কবজিতে চোট নিয়ে বিনা পারিশ্রমিকে অভিনয়, প্রতিশ্রুতি ও ভালবাসার নাম ইরফান খান



উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের প্রকোপে গত মার্চে আরও বিভিন্ন বিগবাজেটের হলিউড সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। পাশাপাশি অবতার-এর সিক্যুয়েলের শুটিংও স্থগিত হয়ে যায়। সে খবরে অবতার প্রেমীরা দুঃখেই ছিল। তবে এখন আর সেসবের অবকাশ নেই। কেননা ছবির প্রযোজক নিজেই দারুণ উত্তেজিত। তাইতো লিখেছেন, আমাদের অবতার সেট একদম তৈরি। আগামী সপ্তাহে শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে উড়ে যেতে একেবারে প্রস্তুত। যেখানে পুরো জাহাজের সেট তৈর হয়েছে নিচে ম্যাটাডর ও উপরে পিকাডোর। শেই সেটের এক পিস ছবি তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে য তাড়াতড়ি নিউজিল্যান্ডে ফিরতে পারবেন, তত তাড়াতাড়ি আরও ছবি নেটিজেনদের উপহার দিতে পারবেন। আর তারজন্যই মুখিয়ে আছেন তিনি। আরও পড়ুন-“বিরক্ত লাগছে লকডাউনের অর্থ বুঝছে না মানুষ, দয়া করে বাইরে বেরিয়ে বিপদ ডাকবেন না” __ভিডিওতে ক্ষোভ উগড়ে দিলেন অক্ষয় কুমার



পরিচালক জেমস ক্যামেরন অবতার-এর সিক্যুয়েলকে একেবারে ফিল্মবাফদের মনের মতো করে সাজিয়েছেন। কিছুতো ট্যুইস্ট রাখছেন, যার জন্য অনুরাগীদের ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে কোভিড-১৯ বিপর্যয়ের কারণে ছবির শুটিং বেশ খানিকটা পিছিয়ে গেল। তবে শুটিংয়ে দেরি হলেও চিত্রনাট্যে কোনও বদল আনছেন না জেমস ক্যামেরন। অভিনেতা স্যাম ওয়ার্দিংটন ও অভিনেত্রী জোই সালডানা নিজেদের চরিত্রেই থাকছেন। সেখানো বড়মাপের পরিবর্তন এখনই লক্ষ্যণীয় নয়।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।