Ukraine Russia War

Ukraine Russia War: ধ্বংসের মাঝেও অমলিন ভালবাসা, ইউক্রেন থেকে বন্ধুর পোষ্যকে নিয়ে দেশে ফিরলেন জাহিদ

বিশ্বে এখন যুদ্ধের ছায়া। ক্ষেপণাস্ত্রের ওড়াউড়ি, বাতাসে বারুদের ঝাঁঝাল গন্ধ।  তা কোনও বায়ো ওয়েপন নয়,একেবারে মর্টার শেল নিয়ে আকাশ পথে শষ্যভাণ্ডার ইউক্রেনে (Ukraine) হামলা শুরু করেছে রাশিয়া (Russia)। রাজধানী কিইভ, বড় শহর খারকিইভ এখন রুশ সেনাদের দখলে। মুড়ি মুড়কির মতো মরছে সাধারণ মানুষ। তাসের ঘরের মতো গুঁড়িয়ে যাচ্ছে সাজানো সংসার। বাংকারে কোনওরকমে দিন কাটছে। চোখের আড়াল হলেই পরিজনদের ফের দেখতে পাওয়ার ভরসা সকলে হারিয়েছেন। যুদ্ধবাজ রাশিয়াকে থামাতে তৎপর ইউরোপ, আমেরিকা, জাপান, ভারত-সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। তবে ওই যে কথায় আছে না “রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলু খাগড়ার প্রাণ যায়।” এক্ষেত্রে সেই প্রবাদ প্রবচন ফলছে না, তাই বা কে বলতে পারে। যুদ্ধ মানেই তো ধ্বংস। সেখানে স্বপ্নের অপমৃত্যু ঘটে। ভবিষ্যত দিশেহারা অনাথ হয়ে পড়ে। এই যুদ্ধ সম্পর্কের মূল্য চেনায়, বাঁধনের অর্থ প্রকাশ্যে আনে। তাইতো চিকিৎসা শাস্ত্র পড়তে গিয়ে ইউক্রেনে (Ukraine)থাকা ভারতীয় পড়ুয়াদের অনেকেই সঙ্গে করে নিয়ে আসছেন পোষ্য কুকুর,বিড়ালদের।



 

Ukraine
The cat rescued from Ukraine (Photo Credits: ANI)

এই যেমন গৌতমের কথাই ধরুন না কেন। আজ সকালে দেশের মাটিতে পা রেখেছেন তিনি। বিমান থেকে অবতরণের সময় তাঁর হাতে দেখা গেল সবুজ রঙের একটা বাস্কেট। যার মধ্যে ছাইরঙা বিড়াল মাথা তুলে অপরিচিত পৃথিবীকে দেখছে। বিড়াল ছানার গায়ের রঙের সঙ্গে মিলিয়ে কম্বল বিছানো রয়েছে ওই খাঁচায়। সেখানেই গরমের ওম নিয়ে নিশ্চিন্তে ইউরোপ থেকে একদা উপনিবেশ ভারতে এসে পড়েছে মা ষষ্ঠীর বাহন। গৌতম ইউক্রেনের (Ukraine) রাজধানী কিইভে থাকেন। ওই শহর এখন রুশ সেনার দখলে। সেখানে শুধু বুটের শব্দ, বারুদের তাজা গন্ধ, ক্ষেপণাস্ত্রের ঝলকানি, গোলাগুলিতে কান পাতা দায়। কখন যে আপনি টার্গেট হয়ে যাবেন, জানেন না। সেখানেই পড়াশোনার ফাঁকে পোষ্য বিড়াল ছানার খেয়াল রাখাই ছিল গৌতমবাবুর অন্যতম কাজ। গত চারমাস হল এই বিড়াল তাঁর সঙ্গী। এমন বিপদের দিনে যখন প্রাণে বাঁচতে সবাই ইউক্রেন ছাড়ছে, তখন প্রিয় পোষ্যকে অনাথ করে আসতে মন চায়নি গৌতমের। যুদ্ধ আগ্রাসনের অন্য নাম হলেও সবাই যে “ছেড়ে দে মা কেঁদে বাঁচি”র দলে পড়েন না, তাই প্রমাণ করলেন গৌতম।



Ukraine
Indian Student back from Ukraine (Photo Credits: ANI)

তবে তিনি একা নন, ইউক্রেন (Ukraine) থেকে বন্ধুর পোষ্য কুকুর ছানাকে সঙ্গে নিয়ে ফিরেছেন গৌতমের অন্য এক সতীর্থ জাহিদ।  তাঁর বন্ধু পোষ্যকে সঙ্গে নিতে পারেননি। সবাই যখন পৈতৃক প্রাণ নিয়ে সেখান থেকে পালাচ্ছেন, তখন  বিপদের সময় বন্ধুর দায়িত্ব পালন করতে ভোলেননি জাহিদ।  মানবিকতা যে পুরোপুরি সোনারপাথর বাটি নয়, তাই প্রমাণ করলেন জাহিদ। বিধ্বস্ত কিইভ, খারকিভের রাস্তায় অভুক্ত পেটে যেসব কুকুর ছানা প্রভুকে খুঁজে ফিরছে, তাদের  চোখে ঈশ্বরের জায়গা নিয়েছেন  এই পড়ুয়া। একটা যুদ্ধ যে কত না বলা কথাকে ভাষা দেয়, তা অনুমান করা সত্যিই মুশকিলের।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।