৩০ দিনের রমজান শেষে আকাশে এখন ঈদের চাঁদ (Eid Greetings 2020) উঠেছে। রাত পোহালেই ঈদ-উল-ফিতর। খুশির ঈদ। এবার মহামারী করোনা ও ঘূর্ণিঝড় উমপুনের দাপটে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। তবে তার মধ্যেই সমস্ত মালিন্যকে দূরে রেখেই ঈদের খুশিতে শামিল হোন। কিন্তু কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে বাড়িতেই থাকতে হবে। তাই এই আনন্দের মুহূর্তে আত্মীয়, স্বজন, পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের পাঠিয়ে দিন খুশির ঈদের এই শুভেচ্ছা কার্ড ।
বাংলা ওয়েব ম্যাগাজিন বং ম্যাগের তরফ থেকে পাঠকদের জন্য রইল কিছু অনিন্দ্য সুন্দর ঈদের (Eid Greetings 2020) শুভেচ্ছা কার্ড। আরও পড়ুন-ইদের দিনের মন মাতানো ডিশ ঝুরো সিমুই
Eid Greetings 2020:
প্রয়োজনমতো ডাউনলোড করে প্রিয়জনকে জানান খুশির ঈদের আগাম শুভেচ্ছা । শুভেচ্ছা বার্তা পেলে যেমন মন আনন্দে ভরে ওঠে। তেমন আত্মীয় পরিজনকে শুভেচ্ছা বার্তা পাঠালেও মন শান্তি পায়। ঈদ উল ফিতর খুশির উৎসব, তাই এই খুশির দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠান Eid Greetings।
#EidMubarak #Bangladesh #dhaka #Ramadan #bangali pic.twitter.com/qGFhN4jD2w
— BongMag (@mag_bong) May 24, 2020
মহামারী করোনাভাইরাসের মোকাবিলায় বেঁচে থাকার জন্য এখন সামাজিক দূরত্ব বজায় রেখেই ঈদের (Eid Greetings 2020) উদযাপনে মাতবে বাংলার মানুষ। তাই Facebook, Twitter, Whatsapp- এ পাঠিয়ে দিন আগাম ঈদের শুভেচ্ছা।