Santiniketan

মুঠো আবীরে ধামসা মাদলের তালে রঙীন বোলপুর, ডাকছে বাউলে বসন্ত উৎসব

বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে প্রেমের হাতছানি। ফাল্গুনকে রাঙিয়ে দিতে কবিগুরুর শান্তিনিকেতনে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া-সহ হরেকরকম ফুলের মেলা। প্রকৃতির সঙ্গে নিজেকেও রাঙিয়ে নেওয়ার সময় এসে পড়েছে প্রায়। আর মেঠো ফাগুনের আমন্ত্রণে এবারেও সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি নিয়ে বোলপুরে হাজির ইন্ট্রাভেনাস এন্টারটেনমেন্ট। বোলপুরকে আরও একটু কালারফুল করতে, সেই সঙ্গে একটু রঙের ছোঁয়ায় বছরভরের ক্লান্তি ভুলতে আপনাকে আসতে হবে সায়রবীথির বাউলে বসন্ত উৎসবে। আগামী ৬ মার্চ থেকে ১১ মার্চ বোলপুরের তালতোড়ের সায়রবীথি কালচারাল পার্কে, প্রতিবারের মতো এবারেও দোল উপলক্ষে থাকছে একঝাঁক অনুষ্ঠান। আরও পড়ুন- দোল এলেই ভয় হয়, উন্মত্ত জনতার ভিড়ে একলাটি শান্তিনিকেতনপ্রথম তিনদিন স্কুল পড়ুয়াদের নাচ-গান-অঙ্কন প্রতিযোগিতা। আর পরের তিনদিন রঙে রঙে রাঙিয়ে দিয়ে বসন্তের উদযাপন। মেঠো ফাগুনের আমন্ত্রণে এই তিনদিন বোলপুরে থাকছে নানা চমক, নাচ গান আবৃত্তি, সেই ঝুলিতে কী নেই।  প্রতিবারের মতো এবারেও রবিকবির খোয়াইতে বসন্তের আবাহন দিয়েই ইন্ট্রাভেনাস তার অনুষ্ঠানের ডালি সাজিয়েছে।তবে চমকেরও অনেকটা বাকি থেকে গেল, এই প্রথম বোলপুরে হতে চলেছে বাংলাদেশ বইমেলা। উদ্যোক্তা অবশ্যই ইন্ট্রাভেনাস এন্টারটেনমেন্টের কর্ণধার জয়রুদ্র পাল। বসন্তে বর্ণিল হতে বোলপুরে এসে যদি এমন সাংস্কৃতিক সন্ধ্যার সঙ্গে আর্ট কার্নিভ্যাল দর্শনের সুযোগ মেলে তাহলে তো সোনায় সোহাগা। দেরি না করে এই বেলা বোলপুর যাওয়ার তোরজোর শুরু করে দিন। আরও পড়ুন- ফেলে আসা মেয়েবেলা ও মন কেমনের বসন্ত উৎসব

 

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।