Real Tech

Durga Puja 2021: রিয়ালটেকের উদ্যোগ, করোনাকালে নিরাপদে পুজো পরিক্রমায় মাতলেন বৃদ্ধাশ্রমের সদস্যরা

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ কাটিয়ে শহর কলকাতা যখন তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাঁপছে। এদিকে দুর্গাপুজোও (Durga Puja 2021) এসে পড়েছে।  ঠিক তখনই এই শহরের বেশ কিছু নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাকে মাস্কহীনভাবে ঠাকুর দেখানোর উদ্যোগ নিল কলকাতার একটি বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি রিয়ালটেক নির্মাণ প্রাইভেট লিমিটেড। তবে সেই ঠাকুর দেখা একেবারেই পায়ে হেঁটে নয়, বরং সম্পূর্ণভাবে অনলাইনে। কোম্পানির ডিরেক্টর শ্রী শিশির গুপ্ত মহাশয়কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন,  “এ বছর পুজোটাও অন্যরকম। তাই বলে মাকে দেখার আনন্দ থেকে তো আর সকলকে বঞ্চিত করা যায় না। সেই জন্যই আমরা এবারও আগের বারের মতোই ফেসবুক লাইভের মাধ্যমে কলকাতার সেরা ১০টি পুজোকে সকলের কাছে পৌঁছে দিলাম। আর শুধু তাই নয়, এই পুজো পরিক্রমা যাঁরা দেখেন, তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করি একটি বিশেষ ক্যুইজের ; যেখানে থাকে দারুণ সব পুরস্কার। সবমিলিয়ে প্রতি বছরের মতো এ বছরও আমরা হাজার হাজার মানুষের মুখে একইভাবে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের বিরাট প্রাপ্তি।”  মা কাঁদছেন, বিসর্জনের সুর ছুঁয়ে যায় অভাগী মেয়ের আত্মকথন…


Real Tech
Real পুজো আড্ডা

রিয়ালটেক পুজো পরিক্রমার ১২-তম বর্ষে  প্রতিবারের মতো এবারও করেছিল ভার্চুয়াল পুজো পরিক্রমার আয়োজন।  যেটা ফেসবুক লাইভের মাধ্যমে তাঁরা ছোট থেকে বড় সকলের কাছে তুলে ধরেছেন। তাদের এই পুজো (Durga Puja 2021) পরিক্রমায় এ বছরও তাঁদের সঙ্গে ছিলেন খ্যাতনামা বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। তাঁর অপরূপ বর্ণনায় কানায়-কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল এই পুজো পরিক্রমা। এছাড়াও মহা-পঞ্চমীর সকালে বৃদ্ধাশ্রমে থাকা বেশ কিছু সদস্যদের নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে ঋষিকেশ পার্কে তাঁরা আয়োজন করেছিলেন ভোরের বৈঠকি আড্ডার, সঙ্গে ছিল গান ও খাওয়াদাওয়া।



এইভাবেই এই কঠিন সময়ে চারিদিক যখন ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চলছে। ঠিক তখনই এই ভার্চুয়াল ঠাকুর দেখানোর উদ্যোগ ও বয়স্কদের জন্য মহা-পঞ্চমীর ভোরে বৈঠকী আড্ডার আয়োজন করে নজির গড়ল রিয়ালটেক নির্মাণ প্রাইভেট লিমিটেড। কোভিড পরিস্থিতির আগে প্রতি বছর পঞ্চমীতেই এভাবেই বৃদ্ধাশ্রমের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়া হত কলকাতার আনাচে-কানাচে সেরা পুজোগুলো দেখাতে। কিন্তু গত দু’বছরের করোনাকালে এই উদ্যোগ একেবারেই অসম্ভব। সেজন্যই অনলাইনে নিজেদের চিরাচরিত প্রথা বজায় রেখেছে রিয়ালটেক। অদূর ভবিষ্যতেও যে এই কর্মকাণ্ড বজায় থাকবে তাতে কোনও সন্দেহ নেই। Durga Puja : দুই বাংলার দুর্গাপুজো



আজ দশমী, উমা (Durga Puja 2021) বিদায়ের প্রাককালে তাই রিয়ালটেকের উদ্যোগকে কুর্ণিশ জানাই।  সকলের জন্য রইল বিজয়ার শুভেচ্ছা। অতিমারীর হাত থেকে মুক্তি পাওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য। পৃথিবী আবারও জ্বরা মুক্ত হোক। মানুষ খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ যেন পায়, বিদায় বেলায় এটুকুই কামনা।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।