Nabaneeta DebSen

“রোগ তো শরীরের হয়েছে, আমি আনন্দে আছি”

১৯৯৬ সালে ক্লাস এইট, তখন থেকে নবনীতা দেবসেনের লেখার সঙ্গে তাঁর প্রথম পরিচয়। তাঁর কবিতার বই ‘প্রথম প্রত্যয়’-এর কিছুটা পড়া। সেই ‘প্রথম প্রত্যয়’ ২০১৭-তে ৫০বছর ছুঁয়ে ফেলল। পড়ার তালিকায় খুব কম প্রচলিত একাঙ্ক নাটকও রয়েছে। সাহিত্যের একক অঙ্গনে নবনীতাকে বর্ণনা করা যায় না। তাঁর একহাত ধরে আছে বাল্মীকির রামায়ণ আর অন্যহাতে সংবাদ প্রতিদিনের রোববার। এই বিস্তৃতিকে মাপতে গেলে তাঁকে জানতে হবে। ভাল-বাসার বারান্দায় নবনীতার মতো সাবলীল ছন্দ সাহিত্যপ্রেমী বাঙালির পরম পাওয়া বলতে পারেন। নবনীতা যেন লক্ষবুটির বেনারসি। নিপুণ বুনটের সঙ্গে এক নরম উজ্জ্বলতা, যা পাঠককে ঋদ্ধ করবে, আলোকিত করবে, সূক্ষ ভাবনার কদর করতে শেখাবে। চোখে ধাঁধা লাগাবে না। Bongmag.com-এর জন্য সেই নবনীতা দেবসেনকে নিয়ে কলম ধরলেন তাঁর পরম ভক্ত পিনাকী গুহ।