Karan Johar

Karan Johar: সাদা চুলে ঢেকেছে মাথা, লকডাউনে বুড়িয়ে গিয়ে কী বললেন করণ জোহর?

লকডাউনে বুড়ো হয়ে গেলেন করণ জোহর। খবরটা শুনে কানে লাগল নিশ্চয়। লাগারই কথা বটে। গতকাল অর্থাৎ ঈদের দিন করণ জোহরের (Karan Johar) জন্মদিন ছিল। সেদিনই তিনি ইনস্টাগ্রামে সাদা চুলের একটা ছবি দিলেন। সবটা সাদা নয়, খানিকটা রুপোলী ছোঁয়াও রয়েছে তাতে। জন্মদিনের সকালে অভিনেতা বরুণ ধাওয়ানের (Varun Dhawan) সঙ্গে ইনস্টা আড্ডায় সাদা চুলের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করার প্রসঙ্গও টানেন করণ। জবাবে বরুণ (Varun Dhawan) জানান, করণকে বন্ড ভিলেনের মতো দেখতে লাগছে। লকডাউনের মধ্যে সেলেবদের স্টাইল স্টেটমেন্ট ঠিক রাখা বেশ দায় হয়ে উঠেছে। গতমাস থেকেই তাই সাদা চুলের করণকে ইনস্টায় দেখছে নেটিজেনরা। আরও পড়ুন-কবজিতে চোট নিয়ে বিনা পারিশ্রমিকে অভিনয়, প্রতিশ্রুতি ও ভালবাসার নাম ইরফান খান


Karan Johar যখন বাবা

গতকাল ৪৮ বছরে পদার্পণ করেছেন করণ জোহর (Karan Johar) । লকডাউেন বাড়িতে থেকে চুলের কলপ করানো হয়নি। স্বাভাবিকভাবেই কাঁচাপাকা চুলে মাথা ভরেছিল। তারমধ্যে রুপোলী রঙের ছিটে দেখে বরুণ  (Varun Dhawan) তাঁকে জিজ্ঞাসাও করে বসেন, কেন তিনি চুল রঙ করাননি। উত্তরে করণ (Karan Johar) বলেন, “কাঁচাপাকা চুল দেখে ছেলেমেয়েরা (Karan Johar Kids) আমায় বুড়ো ডাকতে শুরু করেছে। তাই আরও কিছু চুলে রুপোলী রং চড়ালাম।” আরও পড়ুন-শাহরুখ কন্যা সুহানার হ্যাপি বার্থ ডে, মেয়ের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন গ্লামারাস গৌরী খান

নতুন লুকে Karan Johar

এরপর নিজের নয়া লুকসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করতেও ছাড়েনিন করণ জোহর (Karan Johar)। সেলফি পোস্ট করে লিকেছেন, বলিউডের পরিচালকরা রাগী বাবার চরিত্রে আমাকে ডাকতে পারে। যতই আমরা অভিনয় করোনার থেকে বেশি আতঙ্কের হোক না কেন আমি কিন্তু ভাইরাসটির মতো ক্ষতিকারক নই। এরপর ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ২০ দিন হয়ে গেল সাদা চুলে পোজ দিয়েছি।

Karan Johar
করণ জোহর (Photo Credits: Instagram)

এখনও একটাও বাবার চরিত্র মেলেনি। সাদা চুলে আমাকে যে কুল লাগছে না তা বুঝতে পেরেছি। ছেলে  যশ ও মেয়ে রুহিও  (Karan Johar Kids) আমায় বুড়ো ডাকছে। জন্মদিনের দিন সবাইকে চমকে ফের নিজের পুরনো লুকে ফিরলেন বি-টাউনের এলিজেবল ব্যাচেলর করণ জোহর (Karan Johar)।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।