Home made Mascara

চোখকে আকর্ষণীয় করতে বাড়িতেই তৈরি করুন মাসকারা, কীভাবে?

নিজেকে সাজাতে ভালবাসে না এমন লোকজন পৃথিবীতে নেই বললেই চলে। নিজেকে সাজাবেন আর চোখকে তার বাইরে রাখবেন, তাতো হয় না। প্রথমেই চোখ সাজিয়ে নিন। চোখকে সাজাতে হলে মাসকারার ভূমিকা অনন্য। আর মাসকারা তো কসমেটিক্সের স্টোর্সে চাইলেই পাবেন। কিন্ত বাজারচলতি মাসকারাতে থাকে বিভিন্ন রাসায়নিক। এতে চোখের ক্ষতির সম্ভাবনা প্রবল। আর যদি কারোর অ্যালার্জি থাকে তো কথাই নেই। অ্যালার্জিতেই চোখ বিপর্যস্ত হতে পারে। সেক্ষেত্রে কী মাসকারা পরবেন না? নিশ্চই পরবেন তবে বাড়িতে তৈরি মাসকারা। এবার প্রশ্ন হল এই মাসকারা কী করে তৈরি হবে। ঘরোয়া উপায়ে মাসকারা তৈরির উপায় চলুন একবার দেখে নিই।


মাসকারা তৈরিতে লাগবে এক চা চামচ নারকেল তেল, এক চা চামচ শিয়া বাটার, দেড় চা চামচ বি ওয়্যাক্স বা মৌমাছির চাকের মোমচার চা চামচ অ্যালোভেরা জেল ও এক বা দুটি অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুল। প্রথমেই প্রথমে একটি ছোট সসপ্যানে নারকেল তেল, শিয়া বাটার, বি ওয়্যাক্স, অ্যালোভেরা জেল এক সঙ্গে মিশিয়ে ভাল করে গরম করে নিন। এবার সসপ্যানটি তাওয়া থেকে নামিয়ে নিয়ে অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুলগুলি মিশিয়ে নিন। এবার মিশ্রণটিকে একটি প্লাস্টিক ব্যাগে ভরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হলে মিশ্রণটি প্লাস্টিক ব্যাগের এক কোণে এনে, মেহেন্দির কোণের মতো মুখটা কেটে মিশ্রণটি একটা খালি মাসকারা টিউবে ভরে ফেলুন। এরপরে টিউবের মুখটা ভাল করে আটকে নাড়িয়ে নিন। ব্যাস, প্রস্তুত আপনার বাড়িতে তৈরি মাসকারা। চোখের পাতায় আরও গভীরতা আনতে লাগিয়ে নিন নিজের তৈরি এই মাসকারা। এতে সৌন্দর্য যেমন বজায় থাকবে তেমনই স্বাস্থ্যও বজায় থাকবে।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।