Amitabh Bachchan

করোনাভাইরাস রুখতে গৃহবন্দি অমিতাভ বচ্চন, সেলফ কোয়ারেন্টাইডের ছাপ মারা হাত রাখলেন টুইটারে

মারণ ভাইরাস রোধে সচেতনতা বাড়াতে প্রথমে কবিতা লিখেছিলেন। টুইট বার্তায় ভক্তদের কাছে পৌঁছে দিয়েছিলেন সে খবর। এবার কবিতা নয়ষ একেবারে স্ট্যাম্প বানিয়ে হাতে ছাপ দিয়ে সেলফ কোয়ারেন্টাইনের নিদর্শন রাখলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। এই মারাত্মক ছোঁয়াচে রোগের কাছে অসহায় মানুষ। মার্কিন মুলুক, সমগ্র ইউরোপ মহাদেশ, আফ্রিকা, মধ্য প্রাচ্য কেউই এখনও দিশা খুঁজে পায়নি। প্রতিনিয়ত বাড়ছে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা। ভারতে এই মুহূর্তে আক্রান্ত ১৫০ জন। যার মধ্যে ২০ জন আবার বিদেশি। কলকাতাতে মঙ্গলবার সন্ধ্যা নবান্নর এক আমলার পুত্রের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে।

তিনি নাকি লন্ডন থেকে ফির আইসোলেশনের নির্দেশিকা মানেনি। যথেচ্ছ ঘুরেছেন, মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছেন। মা আবার নব্নানে গিয়ে জরুরি বৈঠক সেরেছেন। স্বভাবতই সংক্রমণ ছড়িয়েছে। ওই যুবক বেলেঘাটা আইডি-তে ভর্তি আছেন। তাঁর মা-বাবা ও গাড়ি চালককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্তর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মুম্বইতে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪২। এখন মারণ রোগ তিন ভারতীয়র প্রাণ কেড়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রয়োজনে লোকাল ট্রেন বন্ধের নির্দেশিকা দিয়েছেন। আরও পড়ুন-“রথীন্দ্রনাথ ঠাকুর যেন শান্তিনিকেতনের দুয়োরানি”


এরই মধ্যে ফের টুইটারে দেখা গেল বিগ-বি অমিতাভ বচ্চনকে। “প্রাউড টু প্রটেক্ট মুম্বইকর, হোম কোয়ারেন্টাইড।” লেখা স্ট্যাম্প মেরেছেন হাতের তালুর বিপরীতে। তারপর সেই হাতের ছবি টুইটারে শেয়ার করেছেন। সচেতনতা প্রচারে সঙ্গে লিখেছেন, সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। সংক্রামিত হয়েছেন বুঝতে পারলে আইসোলেশনে চলে যান।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।