প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচীকর মন্তব্য করে বেজায় ফেঁসেছেন জি বাংলা সারাগেমাপা খ্যাত বাংলাদেশি সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেল (Minul Ausan Noble)। তবে ক্ষমা চেয়েও রক্ষে হয়নি। নোবেলের আর এক কীর্তি প্রকাশ্যে এসেছে গত নভেম্বরে পাঁচ লক্ষ টাকা বরপণে তৃতীয় বারের জন্য বিয়ে করেছেন নোবেল (Minul Ahsan Noble)। সেই বিয়ের খবর চেপেই রেখেছিলেন। নতুন বউয়ের নাম সালসাবিল মাহমুদ। নভেম্বরের সেই বিয়েতে নোবেলের ডেমরার বাসায় তাঁর বাড়ির লোকজন উপস্থিত থাকলেও সালসাবিলের পরিবারের তরফে কাউকেই দেখা যায়নি। পরে জানা যায়, উঠতি সংগীত শিল্পীকে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে এসেছেন তিনি। আরও পড়ুন-শাহরুখ কন্যা সুহানার হ্যাপি বার্থ ডে, মেয়ের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন গ্লামারাস গৌরী খান
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোবেল সালসাবিলের চুম্বনরত ছবি ভাইরাল হয়ে যায়। একই সঙ্গে বিয়ের খবর ও প্রমাণপত্র সাংবাদিকদের হাতে চলে আসায় আর চেপে রাখার সুযোগ পাননি এই শিল্পী। মাঈনুল আহসান নোবেলের (Minul Ahsan Noble) সাফাই। বিয়ের মতো বিষয়কে তিনি বাজারজাত করতে রাজি নন। তবে যতদিন না মৌলিক গান গেয়ে স্বাবলম্বী হচ্ছেন ততদিন বিয়ের সামাজিক অনুষ্ঠান করবেন না। আর লুকোছাপায় বিয়ের পর ভক্তদের জানাবেন কীভাবে তানিয়ে বেশ দ্বিধায় ছিলেন তিনি। আচমকা গোপন খবর বেরিয়ে আসায় বেশ স্বস্তি বোধ করছেন। তাঁকে আর নিজে থেকে কিছুই জানাতে হল না। ভক্তরা সব জেনে গেল। আরও পড়ুন-স্মৃতিটুকু থাক…
এদিকে মাঈনুল আহসান নোবেল (Minul Ahsan Noble) নাকি বেশ ক্যাসানোভা টাইপের। আগেও দুবার বিয়ে হয়েছিল বলে খবর। প্রথমবার রিমি নামের একজনকে বিয়ে করেন তিনি। সে বিয়ে টেঁকেনি। নোবেলের গুনেই তাঁকে ডিভোর্স দেন রিমি। এরপর এক আত্মীয়ার সঙ্গে নোবেলের মালাবদল হয়। সে বিয়েও অতীত। ফের তৃতীয়বার বিয়ে করলেন তা-ও লুকিয়ে। শোনা যাচ্ছে নতুন বউকে নাকি প্রায়ই মারধর করেন। আরও পড়ুন-#BanTikTokIndia মুখ, পা বাঁধা অসহায় কুকুরকে পুকুরে ফেলে ছোঁড়া হল পাথর, ভাইরাল টিকটক ভিডিও
কেউ বলছেন লুকিয়ে বিয়ে। আবার খবর, ৫ লাখ টাকা বরপণও নিয়েছেন মাঈনুল আহসান নোবেল। শুধু বউকেই নয়, নিজের মা বোনকেও ছেড়ে কথা বলেন না তিনি। কয়েকদিন আগেই মা-বোনকে রাতে বাসার বাইরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও প্রচুর মেয়ের সঙ্গে সম্পর্কের অভিয়োগ মেনে নিলেও আগের দুই বিয়ের প্রসঙ্গ বেমালুম অস্বীকার করেছেন মাঈনুল আহসান নোবেল (Minul Ahsan Noble)।
জানা যাচ্ছে, মার্কিন মুলুকে শো করছিলেন নোবেল। হিউস্টনে শো সেরে অ্য়ারিজোনায় যাওয়ার পথে বিমানেই ইনস্টাগ্রামে সালসাবিলের সঙ্গে আলাপ। সোশ্যাল মিডিয়াতেই প্রেম জমে যায়। আড়াই মাস প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত। একেবারে হুট বলতেই বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের পরেপরেই কাজের জন্য ভারতে যান মাঈনুল আহসান নোবেল (Minul Ahsan Noble)। সেখান থেকে ফিরে ভক্তদের আর বিয়ের খবর দেননি। তবে নতুন বউকে নিয়ে ঢাকার নিকেতনে সংসার বেঁধেছেন উঠতি গায়ক। আরও পড়ুন-কবজিতে চোট নিয়ে বিনা পারিশ্রমিকে অভিনয়, প্রতিশ্রুতি ও ভালবাসার নাম ইরফান খান
তামাশা নামের নতুন কোনও গান গাইছেন মাঈনুল আহসান নোবেল (Minul Ahsan Noble)। সেই গান নিয়ে নিজের ফ্যান পেজে চলছে আলোচনা। নতুন গানের অ্যালবাম প্রকাশ হবে জুনে। তার আগে উল্টোপাল্টা মন্তব্য করে খবরে থাকতে চাইছেন বাংলাদেশি সংগীত শিল্পী। কারণ এভাবেই নতুন অ্যালবামের প্রচার করতে চান তিনি। কারণ খারাপ পাবলিসিটিও তো পাবলিসিটি। গালাগাল দিতে হলেও নোবেলর মন্তব্য ভিউয়ারকে পড়তে হবে। তিনি সোশ্যাল মিডিয়ায় দুটো মন্তব্য করবেন নোবেলের বিরুদ্ধে তা দেখতে আরও পাঁচজন উৎসাহী হবে। সবাই মাঈনুল আহসান নোবেলের (Minul Ahsan Noble) খবর জানতে তাঁর ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়বে নোবেলর পরিচিতি হু হুকরে বাড়বে।
এসব টুকরো ঘটনাই মাঈনুল আহসান নোবেলকে (Minul Ahsan Noble) জনপ্রিয়তা এনে দেবে। সেই সঙ্গে তাঁর নতুন অ্যালবাম বাজারে আসতে না আসতেই হিট হয়ে যাবে। গুছিয়ে গালমন্দ করতে নতুন গানের সিডি কিনতেই হবে। তাই অ্যালবামের ব্যবসায়িক দিকটিও বেশ জাঁকালো হয়ে উঠবে। প্রোমোশনের জন্য আলাদা কোনও সংস্থাকে না রেকে নিজেই নিজের খিল্লি উড়িয়ে জনপ্রিয়তা পেতে একেবারে উঠেপড়ে লেগেছেন নোবেল। আরও পড়ুন-Designer Mask: সিল্কের কাপড়ে ডিজাইনার মাস্ক পরে ছাদনাতলায় হিট বর কনে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা(দেখুন বর-কনের ছবি ও ভিডিও)
এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে অনুরাগী-সহ দুই বাংলার বহু মানুষের বিরাগভাজন হয়েছিলেন মাঈনুল আহসান নোবেল (Minul Ahsan Noble)। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচীকর মন্তব্য করে ফের শিরোনামে চলে এসেছেন। ত্রিপুরায় তো তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেখানে পা রাখলেই নোবেলকে জেলে পুরে দেওয়া হবে। আরও পড়ুন-৬ বছর বয়সেই ছুঁয়ে ফেলল এভারেস্ট বেস ক্যাম্প, চেনেন নাকি এই খুদেকে?
অন্যদিকে গত মঙ্গলবার তাঁর ফেসবুক পেজে একটা স্টেটাস দিয়ে সমালোচনার মুখে পড়েন মাঈনুল আহসান নোবেল (Minul Ahsan Noble)। তাঁর বক্তব্য, বাংলাদেশের সংগীতশিল্পীদের গত দশ বছরে কোনও অর্জন নেই। এমনকি সংগীত লেজেন্ডদেরও তিনি গান শেখানোর কথা উল্লেখ করেছেন। নোবেলের দাবি গত ২ দশকে বাংলাদেশের কোনও সংগীত শিল্পীই এন কিছু গান গাননি যা মনে রাখার মতো। মাঈনুল আহসান নোবেলের (Minul Ahsan Noble) এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই হইচই শুরু হয়েছে। অহংবোধ ঔদ্ধত্বের সীমা ছাড়িয়েছে নোবেল এনিয়ে বাংলাদেশ তাঁর ভক্তরাই তুমুল খেপে যান।