Menopause

Early Menopause: ৪০-এর আগেই মেনোপজ? ডেকে আনতে পারে হৃদরোগ

ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি রিসার্চ পেপার অনুযায়ী, চল্লিশ বছরের আগে মেনোপজ (Early Menopause) হলে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় থাকে  হার্টের সমস্যা এবং অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের। প্রায় ১.৪ মিলিয়ন মহিলার ওপর পরীক্ষা করে দেখা গেছে, যাঁদের তাড়াতাড়ি মেনোপজ হয়ে গেছে তাঁদের অনেকেরই হৃদজনিত রোগ আছে এবং সম্ভাবনা বাড়ছে অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের।



Menopause (Photo Credits:info@bongmag.com)

World Tuberculosis Day 2022: প্রতি লক্ষে আক্রান্ত ১৮৭ জন, বিশ্ব যক্ষ্মা দিবসে সচেতন হোন

কোরিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও বলেছেন, সময়ের আগে মেনোপজ (Early Menopause) হওয়া মহিলাদের হৃদরোগের সমস্যা বেড়ে যায় অনেকটাই । তাই তাঁদের জীবন ধারণের প্রতি যত্নশীল হওয়া খুবই জরুরী। পুরুষদের থেকে মহিলাদের আরও দশ বছর পরে এই সমাস্যা গুলি দেখা যায়।



৪০ বছর বয়সী মহিলাদের মধ্যে অকাল মেনোপজ ১% প্রভাব ফেলে। গবেষণা বলছে, অকাল মোনোপজে হৃদরোগের সম্ভাবনা থাকলেও তা সীমিত। ৩০ এর উপরে বয়স এমন ১,৪০১,১৭৫ জন মহিলা যাঁদের মেনোপজ হয়েছে।  তাঁরাই  NHIS – এর অধীনে পরীক্ষারত ছিলেন এবং ২০১৮ পর্যন্ত এই পরীক্ষা চলে। এই সময় ডেমোগ্রাফি, শারীরিক অবস্থা এবং হরমোনের চরিত্রের মাধ্যমে তাঁদের পরীক্ষা করা হয়। মেনোপজের বয়স নির্ধারণ করতে  ৪০,৪০-৪৫,৪৫-৪৯ এবং ৫০ বছর বয়সের বেশি মহিলাদের উপরে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ২৮,১১১ জনের অকাল মেনোপজ হয়েছে। এঁদের সবার গড় বয়স ছিলো ৩৬.৭ বছর। এর মধ্যে ৯.১ বছর ধরে পরীক্ষা করে  দেখা যাচ্ছে, ৪২,৬৯৯ জনের মধ্যে হৃদরোগের সম্ভাবনা বেড়েছে। একই সঙ্গে  ৪৪,৮৩৪ জনের মধ্যে অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের সম্ভাবনাও দেখা দিয়েছে।

Menstrual Pain Relief: পিরিয়ডের ব্যথা? ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

Menopause
Menopause (Photo Credits:info@bongmag.com)

গবেষকরা আরও জানিয়েছেন এই মহিলাদের মধ্যে ধূমপান, মদ্যপান, দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ, সুগার, কিডনির সমস্যা, করোনারি ডিজিস ইত্যাদি থাকলে ৩৩% হৃদরোগের সম্ভাবনা এবং ৯% অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া ৪৫-৪৯, ৪০- ৪৪, এবং ৪০ বছরের নিচে যেসব মহিলার মেনোপজ  ((Early Menopause)) হয়ে গেছে, তাদের হার্টফেলের সম্ভাবনা যথাক্রমে ১১%, ২৩% এবং ৩৯% বেড়ে যায়।



Langya henipavirus: কোভিডের পরে ল্যাংআ হেনিপাভাইরাস, চিনে নয়া আতঙ্ক

জানা গেছে,মেনোপজের ফলে শরীরে ইস্ট্রোজেনের ঘাটতি হয় এবং তাতেই সম্ভাবনা বেড়ে যায় হৃদরোগের। এদিকে পুরুষদেরই আগেভাগে হৃদরোগ হয়, এই তথ্য নস্যাৎ করে ডক্টর ন্যাম জানিয়েছেন, ৪০ বা তারও কম বয়সী মহিলাদের হৃদরোগের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।