World Tuberculosis Day 2022

World Tuberculosis Day 2022: প্রতি লক্ষে আক্রান্ত ১৮৭ জন, বিশ্ব যক্ষ্মা দিবসে সচেতন হোন

অতিমারি কোভিড এখনও বিশ্বকে যারপরনাই ত্রস্ত করে রেখেছে। এর মধ্যেই এসে পড়ল বিশ্ব যক্ষ্মা দিবস (World Tuberculosis Day 2022)। করোনার সংক্রমণ ক্ষমতা আমাদের মনে নিদারুণ ভয়ের সৃষ্টি করেছিল। কিন্তু বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক মারণ ব্যধি হল এই যক্ষ্মা। বিশ্ব এগিয়েছে, বিশ্ব অর্থনীতির চাকা তরতরিয়ে গড়িয়ে চলেছে। মানুষ চাঁদ, মঙ্গল কোথায় না কোথায় নিজের চিহ্ন ছেড়ে আসছে। কিন্তু অপুষ্টি, অনাহার এখনও যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়ে গেছে। তাইতো আজকের দিনে যক্ষ্মা সংক্রান্ত সচেতনতা ভীষণভাবে প্রয়োজনীয়।



বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীতে প্রতিদিন এই যক্ষ্মার কারণে ৪ হাজার ১০০ জনের প্রাণহানি ঘটছে। দৈনিক যক্ষা (World Tuberculosis Day 2022) আক্রান্তের সংখ্যা ২৮ হাজার। যদি ঠিকমতো ওষুধ, পথ্য, সেবাযত্ন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া যায়, তাহলে যক্ষ্মার হাত থেকে মিলবে চিরতরে রেহাই। আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে যক্ষ্মামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এজন্য যে গুণগত মানের স্বাস্থ্য পরিষেবা এবং উন্নত চিকিৎসা পরিকাঠামো প্রয়োজন, তারও বন্দোবস্তের আশ্বাস দিয়েছেন তিনি।

Bhagat Singh: ব্রিটিশ রাজের কারাগারে আমৃত্যু স্বাধীন স্ফুলিঙ্গের নাম ভগৎ সিং

যক্ষ্মা রোগের জীবাণু যে কারোর শরীরেই থাকতে পারে। তবে তাই বলে সেই ব্যক্তি যে যক্ষ্মায় আক্রান্ত, এমন ভাবার কোনও কারণ নেই। যক্ষ্মাতে সবথেকে বেশি আক্রান্ত হয় ফুসফুস। ফুসফুসের বাইরের এক্সট্রা পালমোনারিতে যক্ষ্মা বাসা বাঁধে। এক্সট্রা পালমোনারি অর্গানও এই রোগে আক্রান্ত হয়, যেমন ব্রেনের বাইরের লেয়ার মেনিনজেস, চোখ, লিম্ফনোড, হৃদপিণ্ডের বাইরের লেয়ার পেরিকার্ডিয়াম, ইনটেস্টাইন, হাড়, সবেতেই এই ক্ষয়রোগ বাসা করতে পারে।



World Tuberculosis Day 2022
World Tuberculosis Day 2022 ( Photo: info@bongmag.com)

তবে শরীরের কোনও অঙ্গ যক্ষ্মায় (World Tuberculosis Day 2022) আক্রান্ত হলে সেই জায়গা ফুলে যাবে। জলও জমতে পারে। ফুসফুসে যক্ষ্মা হলে তার সংক্রমণ ক্ষমতা ততোধিক। রোগীর হাঁচি, কাশি, শ্লেষ্মা, থুতু, মিউকাসের মাধ্যমে যক্ষ্মার জীবাণু ছড়িয়ে পড়ে। অন্যদিকে হাড়ে বা শরীরের অন্য কোথাও যক্ষ্মা হলে রোগী যদি সুস্থ কোনও মানুষের শরীরের কেটে ছড়ে যাওয়া অংশ স্পর্শ করেন, তাহলে যক্ষ্মা ছড়িয়ে পড়তে পারে।



যদি দেখেন দীর্ঘদিন ধরে শরীরের কোনও অংশ ফুলে আছে, বা সেখানে জল জমেছে মনে হচ্ছে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। অন্যদিকে ফুসফুস যক্ষায় সংক্রামিত হলে রিভাইসড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম গাইডলাইন অনুসারেই আমাদের দেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল চিকিৎসা করা হয়। আরএনটিসিপি মান্টু টেস্টকে খুব একটা গুরুত্ব দেয় না। ব্লাড টেস্ট, থুতু পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান এবং সেই অঙ্গ অনুসারে নানা রকম টেস্ট করতে দেওয়া হয়।

Kashmir: কাশ্মীর! এক বিভাজিত আখ্যান (ষষ্ঠ পর্ব)

যেমন ফুসফুসের বাইরে টিবি হলে সেখানে জল জমে। সেই জলের টেস্ট। পেটের মধ্যে হলেও জল জমে, তখন সেই টেস্ট। অনেক সময় শরীরের নানা জয়েন্টে টিবি (World Tuberculosis Day 2022) হয়। তখন সাইনোভিয়াল ফ্লুইড টেস্ট করতে পাঠানো হয়। গ্ল্যান্ডে হলে বায়োপসি করতে হয়।



ফুসফুস সংক্রামিত হলে বোঝার উপায়, দীর্ঘদিন ধরে জ্বরে ভোগা, কাশি, খিদে না পাওয়া, অনিদ্রা। অনেক সময় নানারকম ক্লিনিক্যাল টেস্টেও যক্ষ্মা হওয়ার প্রমাণ মেলে না। তখন এইসব কারণগুলিকে মাথায় রেখে চিকিৎসা শুরু করা হয়। একুশ শতকের তৃতীয় দশকেও মারাত্মক মারণ ব্যাধির জায়গা দখল করে রেখেছে যক্ষ্মা (World Tuberculosis Day 2022) । অপুষ্টি আর অনাহার যে আমাদের নিত্য তাড়িয়ে বেড়াচ্ছে, তাতে কোনও সন্দেহ নেই।

World Tuberculosis Day 2022
World Tuberculosis Day 2022 ( Photo: info@bongmag.com)

ভারতে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ১৮৭ জন যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে নিরন্তর। সঠিক খাওয়াদাওয়া ও পুষ্টির নিয়ন্ত্রণ এই রোগের ছুটি করে দিতে পারে। আর পাঁচটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের থেকে এর কোনও আলাদা ভূমিকা নেই। তবে মাইকোব্যাকটেরিয়াম টিউবার কুলেসিস নামের মধ্যেই যেন একটা জড়তা বাসা বেঁধে আছে। তাই এটুকু শুনলে আমরা কেমন গুটিয়ে যাই। এই অবহেলা যক্ষ্মাকে আমাদের সমাজে অপ্রতিরোধ্য করে তুলেছে। তবে দেশ থেকে যক্ষ্মা নির্মূল করতে কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করছে। এবার যেমন যক্ষ্মা (World Tuberculosis Day 2022) নিরাময় কর্মসূচিতে সারা দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম । তারপরেই রয়েছে নদিয়া। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পেয়েছে সোনার পদক। নদিয়া পেয়েছে ব্রোঞ্জ পদক। এভাবেই পুরস্কারের হাত ধরে সমাজ এগিয়ে চলুক।  নতুন প্রজন্মকে যক্ষ্মামুক্ত পৃথিবী উপহার দিতে আমরা স্বাবলম্বী হই।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।