হোয়াটসঅ্যাপ, ফোনের মেসেজ অপশনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বি কিন্তু এই হোয়াটসঅ্যপ। হ্যাঁ যেদিন থেকে চিটচ্যাটের জন্য এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি স্মার্টফোনের বন্ধু হয়ে গেল সেদিন থেকে মেসেঞ্জারও আর নেটিজেনদের পছন্দের মাপকাঠিতে এক নম্বরে থাকতে পারল না। এই হোয়াটসঅ্যাপ নিয়ে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে হুড়োহুড়ির শেষ নেই সম্প্রতি ফেসবুকের তথ্য সহজে শেয়ার করার অপশনও হোয়াটসঅ্যাপে এসে গিয়েছে। এবার কিন্তু তাতেও শান্তি কই, প্রিয়জনকে লুকিয়ে কোনও তথ্য পাঠাবেন, তা-ও সম্ভব নয়। কেউ না কেউ ঠিক ফোনটা হাতে পেয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখে নেবে। তবে এই যন্ত্রণা আর সহ্য করার দরকার নেই। এবার হোয়াটসঅ্যাপ খুলতে হলে চাই ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ মালিকের আঙুলের ছাপ না ফেলে দরজা বন্ধই রাখবে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ।
এবার থেকে ফোনের মালিকের আঙুলের স্পর্শ ছাড়া আর হোয়াটসঅ্যাপ খোলা যাবে না। গত ফেব্রুয়ারিতেই এই ফিচার্সটির স্বাদ পেয়ে গিয়েছেন আইফোন ইউজাররা। এবার অ্যানড্রয়েড ফোনের ইউজাররাও হোয়াটসঅ্যাপের আঙুল ছাপ স্পর্শের সুবিধা পাবেন। এই নয়া ফিচারের দৌলতে মেসেজিং অ্যাপের নিরাপত্তা আরও বেশি করে সুরক্ষিত হল তা বলাই বাহুল্য। তবে এখনই সব অ্যানড্রয়েড ব্যবহারকারীর মোবাইলে এই অপশন থাকছে না। সাধারণত যাঁরা বিটা ভারসনের হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাঁরাই আপাতত আঙুল ছাপের এই সুবিধা পেতে পারবেন। পরে অন্যান্যরাও এই সুবিধা পাবেন। ২.১৯.৩ ভারসনে হোয়াটস্যাপকে আপডেট করলেই আপনার মেসেজিং অ্যাপেও চলে আসবে এই সুবিধা। শুধুমাত্র অ্যাপ আপডেটের পরে সেটিংস অপশনে যান। সেখানেই রয়েছে প্রাইভেসি সেটিংস, সেখানে গেলেই ফিঙ্গারপ্রিন্ট অপশনটি চালু করতে পারবেন। তারপর একেবারে নতুন রূপে হোয়াটসঅ্যাপ হাজির হবে অ্যানড্রয়েড ইউজারের সামনে।
শুনেই মন ভাল হয়ে গেল তো? এবার থেকে নিশ্চিন্তে চিটচ্যাট চালিয়ে যান, গোপনীয়তা রক্ষা করতে হোয়াটসঅ্যাপের দরজায় সতর্ক প্রহারায় থাকবে ফিঙ্গারপ্রিন্ট। একমাত্র মালিকের সজ্ঞানেই সে নিজেকে উন্মুক্ত করবে।
এবার আপনার আঙুলের ছোঁয়া পেলেই চোখ খুলবে হোয়াটসঅ্যাপ, কীভাবে জানেন?
Facebook Comments Box