APPLE IPOD

গ্যাজেট শীর্ষে ফের আধ খাওয়া আপেল, বাজারে এল আইফোন আকৃতির আইপড

আপেল, নাম শুনলেই ফের নতুন ফোনের কথাই আগে মনে হয়, ফলের কথা নয়। হ্যাঁ ঠিকই বুঝেছেন বাজারে নতুন চমক নিয়ে এসে গিয়েছে ২০১৯ নিউ জেনারেশন আপেল। আধ খাওয়া আপেলের মাহাত্ম্য যে কি যাঁরা স্বাদ পেয়েছেন একমাত্র তাঁরাই এর মর্ম বুঝতে পারবেন।

সে যাইহোক ২০১৯ নিউ জেনারেশন আসলে আপেলের আইপড। দেখতে কিন্তু অবিকল আইফোনের মতো। গত ২৮-মে ভারত-সহ মোট ২৪টি দেশের বাজারে লঞ্চ করেছে আপেলের এই আইপড। মূলত তিন রকম দামে আপে প্রেমীরা এটিকে সংগ্রহ করতে পারেন। ১৪৪ ডলার মূল্যের এই আইপডকে তিন ধাপে ভেঙে দিন। ৩২ জিবি মডেলের দাম ১৮ হাজার ৯০০ টাকা, ১২৮ জিবি মডেলের দাম ২৮ হাজার ৯০০ টাকা এবং ২৫৬ জিবি মডেলের দাম পড়বে ৩৮ হাজার ৯০০ টাকা।


অ্যাপলের ২০১৯ নিউ জেনারেশন আইপডটি ২০১৫-র থেকে অনেক অনেক বেশি  দ্রুত এবং ওজনেও অনেক হাল্কা। শুধু গান শোনা নয়,  বিভিন্ন ধরনের মজাদার ভার্চুয়াল গেমও খেলা যাবে এর মাধ্যমে। এ ছাড়াও থাকছে ‘গ্রুপ ফেস টাইম’ নামক আকর্ষণীয় ফিচার যা এর আগে কোনও দিন আইপড-এ ছিল না। এই ফিচারটির মাধ্যমে একই সময়ে অনেকের সঙ্গে খুব সহজে ভিডিও চ্যাট করা সম্ভব হবে বলে জানিয়েছেন অ্যাপলের অন্যতম ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জসওয়েক। শুধু তাই নয়, এই প্রথম বার আইপডে ‘এ১০ ফিউশন চিপ’-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বিভিন্ন থ্রি ডি অবজেক্টকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে।

উল্লেখ্য, গ্যাজেট প্রেমীদের জন্য ২০০১ সালে প্রথম আইপড বাজারে আনে আপেল, মূলত গান শুনতেই এটিকে সব থেকে বেশি ব্যবহার করা হত। এরপর ২০১৫-তে আসে নতুন আইপড। তারপর এই এল নিউ জেনারেশন ২০১৯। ২০০১-এ ছিল আইপড টাচ, আইওএস নামে গেমিং প্ল্যাটফর্ম ২০১৫-র আইপডকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। প্রায় চারবছর বাদে এবার আইফোনের আকারে বাজার মাতাতে এসে গিয়েছে আইপড, বাকিটা না হয় জেনারেশন নেক্সটই বলবে।

Facebook Comments Box

Post Author: bongmag

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।