নিজেকে সাজাতে ভালবাসে না এমন লোকজন পৃথিবীতে নেই বললেই চলে। নিজেকে সাজাবেন আর চোখকে তার বাইরে রাখবেন, তাতো হয় না। প্রথমেই চোখ সাজিয়ে নিন। চোখকে সাজাতে হলে মাসকারার ভূমিকা অনন্য। আর মাসকারা তো কসমেটিক্সের স্টোর্সে চাইলেই পাবেন। কিন্ত বাজারচলতি মাসকারাতে থাকে বিভিন্ন রাসায়নিক। এতে চোখের ক্ষতির সম্ভাবনা প্রবল। আর যদি কারোর অ্যালার্জি থাকে তো কথাই নেই। অ্যালার্জিতেই চোখ বিপর্যস্ত হতে পারে। সেক্ষেত্রে কী মাসকারা পরবেন না? নিশ্চই পরবেন তবে বাড়িতে তৈরি মাসকারা। এবার প্রশ্ন হল এই মাসকারা কী করে তৈরি হবে। ঘরোয়া উপায়ে মাসকারা তৈরির উপায় চলুন একবার দেখে নিই।
ট্যাগ Makeup
অফিস থেকে ফিরে বিয়েবাড়ি, ক্লান্ত ত্বকে জেল্লা ফেরান এভাবেই
এই গরমে বিয়েবাড়িতে যাওয়ার প্রসঙ্গ আসলেই শরীরটা খারাপ লাগে। কারণ কিন্তু একটাই ঠিকমতো সাজগোজ করে যাওয়াটাই একটা বিরাট বড় সমস্যা। কী করেই বা সাজবেন, ঘেমে নেয়ে একসা হয়ে অফিস থেকে ফিরে ক্লান্তিতে চোখ বুজে আসে। স্নান সেরে বিছানা টানতে থাকে বিয়েবাড়ি নয়। কিন্তু সমাজে যখন বসবাস করছেন তখন তো বিয়েবাড়ির মতো সামাজিক অনুষ্ঠান এড়াতে পারবেন না। আপনাকে যেতেই হবে। কিন্তু সারাদিনের খাটাখাটনির পর ড্রেসিংটেবিলের সামনে দাঁড়িয়ে সাজানো মেকাআপ কিট, লাইনার মাশকারা কোনওটাই ঠিক মনে ধরে না। সাজলেও যেন প্রাণ আসে না। ক্লান্তি মেকআপ ছাড়িয়ে ঠিক ফুটে বেরিয়ে পড়ে। পার্লারে গিয়ে যে সাজবেন তার সময় কোথায়, আর সাজলেই কি গোটা দিনের ক্লান্তিকে ঢেকে দিতে পারবেন? তাইবলে বিয়েবাড়ি যাবেন না তাতো হয় না। তবে এই টিপসগুলি মাথায় রাখলে সাজগোজও সুন্দর হবে, ক্লান্তি বলে কিছুই থাকবে না।