‘বারমুডা ট্রায়াঙ্গেল’ আটলান্টিক মহাসাগরের এই ত্রিকোণাকৃতি জায়গাটি নিয়ে গোটা বিশ্বের মানুষের কৌতূহলের কোনও শেষ নেই। আর থাকবে নাই বা কেন, সেই কবে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কারে বেরিয়েছিলেন তখনও তাঁর কাছে ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ রহস্যময়তায় মোড়া ছিল। ইতিহাস পট পরিবর্তন করলেও ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ আগের মতোই রয়ে গিয়েছে। এযেন অদৃশ্য হওয়ার নামান্তর। আটলান্টিক মহাসাগরের ওই অঞ্চল থেকে যখনই কোনও বিমান ও জাহাজ গিয়েছে তখনই সেসবের আর কোনও চিহ্ন পাওয়া যায়নি।