Thiksey Monastery

শান্তির সংঘারামে

সলতে পাকানোর পর্বটা শুরু হয়েছিল অন্তত বছর ২০ আগে। শঙ্কু মহারাজের “লাদাখের পথে” পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় মানস ভ্ৰমণ। সাধারণ মধ্যবিত্ত পরিবারে সাধ আর সাধ্যের মধ্যে সময়ের ফারাক থেকেই যায়। আমাদেরও তাই হল। ২০০০ সালে দেখা স্বপ্নের পূর্ণতাপ্রাপ্তি ঘটল ২০১৯-এ এসে৷