DEAF DOG EMERSON

ভালবাসার নজির, বধির সারমেয়কে সুন্দর পরিবার দিতে দত্তক নিলেন বধির যুবক

আজ এমারসনের কথা বলব। মার্কিন যুক্ত রাষ্ট্রের ফ্লোরিডার রেসকিউ সেন্টারে এসে পড়ে কুচকুচে কালো রঙা এমারসন। গোলুমোলু এমারসন সবসময়ই দুচোখ ভরা বিষ্ময় আর এক অজানা ভয় নিয়ে সবকিছু দেখত। সঙ্গী কুকুররা ছোটাছুটি করলেও সে কিন্তু শান্তই থাকত। সাধারণত ল্যাব্রাডর এমনটা হয় না। পরে রেসকিউ সেন্টারের কর্মীরা বুঝতে পারলেন, কানেই শুনতে পায় না এমারসন।