জাপানে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। টুকরো টুকরো হয়ে গেছে “কিলিং স্টোন”। এই “কিলিং স্টোন” (Killing Stone Broke) আসলে জমাট বাঁধা আগ্নেয় শিলা। আক্ষরিক অর্থে ঘটনাটির ঐতিহাসিক গুরুত্ব অর্থবহ হলেও ব্যবহারিক অর্থে অর্থাৎ মানুষের বিশ্বাসের জায়গায় এই ঘটনা দুর্ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। কারণ মনে করা হয়, প্রায় ১ হাজার বছর ধরে এই “কিলিং স্টোন”-এ (killing stone) বন্দি হয়ে আছে নয় লেজ বিশিষ্ট এক ধূর্ত শেয়ালের অশুভ আত্মা।
ট্যাগ জাপান
গরমকে ছক্কা হাঁকাতে বাজারে এল এসি শার্ট, এক চার্জেই ফুরফুরে ঠান্ডা
এসি এবার আপনার জামাতেই থাকবে। গায়ে সেঁটে এসি, ভাবলেই আনন্দে ভিতরটা কেমন করে উঠল। হ্যাঁ ঠিকই শুনেছেন এসি এবার শার্টে জুড়ে গেল। এখন শুধু গায়ে গলিয়ে নেওয়ার অপেক্ষা, তাহলে গরম আর আপনাকে কোনওভাবেই বিব্রত করতে পারবে না। জাপানে তৈরি হয়েছে এই এসি জামা।