করোনাভাইরাসের মহামারী রুখতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। তবে বেশ কিছু দেশ ইতিমধ্যেই স্বাভাবিক কাজকর্মে ফিরতে শুরু করেছে। তেমনই একটি ভাল খবর রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। থ্রিডি সিনেমা ‘অবতার’- এর কথা নিশ্চয় সবার মনে আছে। এবার সেই ছবির সিক্যুয়েল (Avatar sequel) তৈরি হচ্ছে। সিনেমার শুটিংয়ের জন্য সেট আগেই তৈরি হয়ে গিয়েছিল।এবার ছবির শুটিং শুরু হল বলে। এতদিনে বেশ খানিকটা কাজ এগিয়ে যেত, তবে ওই যে বললাম। করোনার কাঁটায় সবই পিছিয়ে গিয়েছে। তখন আর অবতার-২ বাদ থাকে কেন।
ট্যাগ ইনস্টাগ্রাম
শুধুমাত্র কাছের মানুষকে প্রিয় মুহূর্ত শেয়ারের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম, জানেন কীভাবে?
ইনস্টাগ্রামে ছবি দিতে কার না ভাল লাগে। যদিও ব্যক্তিগত ছবি দিতে গেলে একটু কিন্তু কিন্তু ভিতরে থেকেই যায়। কেননা বর্তমানে সাইবার অপরাধ যে হারে বাড়ছে তাতে যেকোনওদিন আপন যে টার্গেট হবেন না তা হলফ করে বলা মুশকিল। এদিকে ইনস্টাহোল্ডার যদি একজন সেলিব্রিটি হন তাঁর তো নিজস্ব ফ্যান ফলোয়ার্স রয়েছে। জনপ্রিয়তা ধরে রাখতে প্রায় প্রতিদিনই ছবি দিচ্ছেন। ফলোয়াররা ছাড়াও বেশকিছু পছন্দের মানুষজনও থাকেন। যাঁদের জন্য ছবি থাকতে পারে। কিন্তু চেয়েও তা দেওয়া হয়ে ওঠে না, একটাই কারণে। ছবি পাবলিক হয়ে যাবে।