পুজো কিন্তু দরজায় কড়া নাড়ছে। এখন থেকে যদি মন দিয়ে ত্বক ও চুলের যত্ন না করেন, তাহলে ওই চারটি দিন নিজেকে কীভাবে বিশেষ রূপে স্থাপন করবেন বলুন তো। তাই দেরি না করে এইবেলা সাজগোজের সরঞ্জাম জোগাড় করে ফেলুন। আরে বিউটি প্রোডাক্টের কথা বলছি না, বলছি তো বিউটি ট্রিটমেন্ট। সাজবেন তো, তার আগে সাজার জায়গাটাকে তো তৈরি করতে হবে, তাই না। যেভাবে প্রতিদিন দৌড়ঝাঁপ করে অফিস করছেন, ট্রেনে বাসে মেট্রোতে ঝুলে অফিসে যাচ্ছেন গরম থেকে বাঁচতে কত রকম ব্যবস্থা করেও ভিড়ের চাপে সেসব ভুলে দিব্যি সানগ্লাস ছাড়াই হেঁটে চলে গেলেন। ছাতা মাথায় রাস্তায় হাঁটবেন পথচারীর গায়ে খোঁচা লাগছে, দূর করে ছাতাটাই বন্ধ করে দিলেন। আরে ট্যান তো আপনার গায়েই পড়বে। পথচারীর আর কী। দিলেন তো সব মাটি করে। কিন্তু পুজোর তো আর বাকি নেই, এই বেলা ত্বকের যত্ন না নিলে আর কবে করবেন এসব। চলুন কী করে বাড়িতেই ঘেমো ক্লান্ত ত্বককে একটু মুক্তি দিতে পারেন দেখে নেওয়া যাক।