কৈশোরের প্রেম ডেকে আনল বিপদ, সন্তানসম্ভবা কিশোরী মা হল। কিন্তু বিষয়টি লোকচক্ষুর আড়ালে রাখতে সদ্যোজাতকেই মাটি চাপা দিল সে। এদিকে রাস্তার পাশে আচমকা মাটির ঢিপি দেখেই সন্দেহ হয় পাড়ার পরিচিত প্রিয় কুকুর পিংপঙের। সে মাটি খুঁড়তে শুরু করে। তার তিনপায়ের বদান্যতায় অল্পক্ষণের মধ্যেই আলগা হয়ে পড়ে মাটির ঢিপি। সেখান থেকে কচি দুখানা হাত বেরোতেই তারস্বরে ডাকতে শুরু করে পিংপং। সাত সকালে পিংপঙের গলায় এমন অস্বাভাবিক ডাক শুনেই ছুটে আসেন স্থানীয়রা। তারপর মাটি সরিয়ে উদ্ধার হয় সদ্যোজাত।