Satish Kumar

এই অধ্যাপক বাতিল প্লাস্টিক থেকে পেট্রোল তৈরি করে বাজারে বিক্রি করছেন, কেন জানেন?

কে বলেছে ফেলে দেওয়া প্লাস্টিক কাজে আসে না? সেই কাজই করে দেখালেন হায়দরাবাদের অধ্যাপক সতীশ কুমার। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়র। ইতিমধ্যেই ক্ষুদ্র ও মাঝরি শিল্প মন্ত্রকের অধীনে নতুন সংস্থা খুলে কাজও শুরু করেছেন। বাতিল প্লাস্টিক দিয়েই তৈরি করছেন পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানি। তবে বিক্রি করছেন শুধু পেট্রোল। তা-ও ন্যূনতম ৪০ টাকা লিটারে। ব্যবহৃত প্লাস্টিককে পাইরোলজির মাধ্যমেই পেট্রোলে রূপান্তরিত করছেন। না শুধু কাগজে কলমে নয়, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে রীতিমতো ব্যবসা খুলে বসেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়র সতীশ কুমার।