জাপানে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। টুকরো টুকরো হয়ে গেছে “কিলিং স্টোন”। এই “কিলিং স্টোন” (Killing Stone Broke) আসলে জমাট বাঁধা আগ্নেয় শিলা। আক্ষরিক অর্থে ঘটনাটির ঐতিহাসিক গুরুত্ব অর্থবহ হলেও ব্যবহারিক অর্থে অর্থাৎ মানুষের বিশ্বাসের জায়গায় এই ঘটনা দুর্ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। কারণ মনে করা হয়, প্রায় ১ হাজার বছর ধরে এই “কিলিং স্টোন”-এ (killing stone) বন্দি হয়ে আছে নয় লেজ বিশিষ্ট এক ধূর্ত শেয়ালের অশুভ আত্মা।