FACE PACK

পুজো দোরগোড়ায় তাই পার্লারে ভিড়, চিন্তা না করে রান্নাঘরেই সেরে ফেলুন রূপটান

পুজো তো এসেই গেল, এদিকে অফিসে কাজের চাপে আর রূপ চর্চার সুয়োগ করে উঠতে পারছে না তৃষা। নেহা তো রেগেমেগে আগুন। সেই কবে স্যালারি ক্রেডিট হয়েছে অথচ এখনও কেনাকাটার ফুরসতই মেলেনি। তৃষাকে ফোন করলেই সে শুধু অফিসের কাজের চাপের দোহাই দিচ্ছে। আরে বাবা পার্লারে গিয়েও তো বুক করে আসতে হবে। তারপর যখন ভিড় হয়ে যাবে, তখন তো ডেটই পাবে না। পুজোর সময় কোনও পাড়ার পার্লার নয় বাবা, নেহা তো পাঁচ তারা হোটেলের স্পার আমেজ নেওয়ার জন বছর ভর অপেক্ষা করে। সারা দিনের ক্লান্তি ঝেরে ফেলে শরীরকে ডি-টক্সিন করাও তো কম গুরুত্বের কিছু নয়। একটা কথা তো মনে রাখতেই হবে, লাইফস্টাইল মেনটেন না করলে আজকের দিনে বেশি কিছু হওয়ার নয়। সে যাই হোক বাড়িতে বসেও তো সামান্য। রূপটানের কাজ এগিয়ে রাখা যায়। চলুন একবার দেখে নিই পার্লার যাওয়ার আগে নিজেকে নিজেই কতটা ঝকঝকে করে নিতে পারেন।