ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি রিসার্চ পেপার অনুযায়ী, চল্লিশ বছরের আগে মেনোপজ (Early Menopause) হলে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় থাকে হার্টের সমস্যা এবং অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের।
ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি রিসার্চ পেপার অনুযায়ী, চল্লিশ বছরের আগে মেনোপজ (Early Menopause) হলে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় থাকে হার্টের সমস্যা এবং অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের। প্রায় ১.৪ মিলিয়ন মহিলার ওপর পরীক্ষা করে দেখা গেছে, যাঁদের তাড়াতাড়ি মেনোপজ হয়ে গেছে তাঁদের অনেকেরই হৃদজনিত রোগ আছে এবং সম্ভাবনা বাড়ছে অ্যাটরিয়াল ফাইব্রিলেশনের।