সাতসকালে পায়ের দিকের জানলাটা খুলতেই উত্তুরে হাওয়া ঝাঁপিয়ে ঘরে ঢুকে পড়ল। হাইনেক গেঞ্জি ফুরে রণিতের হৃৎপিণ্ডে গিয়ে যেন সুরসুরি দিচ্ছে শীত। ঠান্ডা লাগানোর ভয়ে তাড়াতাড়ি কম্বলটা টেনে নেয় সে। একটা আদুরে বিড়ালের মতো আয়েশি রোদ্দুর মেঝেতে খেলে বেড়াচ্ছে। ছুটির দিনের সকালটা ভাল হয়ে গেল। মাত্র কয়েকদিনের ব্যবধানে ক্রিসমাস, সেই আমেজ জানান দিচ্ছে বাইরের পরিবেশ| বছরের এই সময় মানুষের মধ্যে কেক খাওয়ার ইচ্ছাটা একটু বেড়েই যায়| রণিতেরও বেড়েছে। বন্ধুদের কাছে গুড শেফের খ্যাতিটা কেমন যেন বাহবা পেতে চাইছে। তাছাড়া শীতের সন্ধ্যায় বা সকালে এক টুকরো কেকের সঙ্গে কফি না হলে শীতকালের বাকি মজাই মাটি| আর সঙ্গে যদি নিজের হাতে তৈরি কেক হয় তাহলে তো কথাই নেই।