pune dog sang keertan

প্রভু ভক্তি থেকে ঈশ্বর ভক্তি, মন্দিরে কীর্তনের দলে নামগান করছে সারমেয়-ভিডিও ভাইরাল

সারমেয়কে পোষ্য হিসেবে পেতে চায় না এমন পশুপ্রেমিক মানুষজন  খুব একটা দেখা যায় না। আসলে কুকুরের ভালবাসার ধরনটাই একেবারে ভিন্ন। আপনি তাকে একটু যত্ন করুন হোক না সে রাস্তার কুকুর তবুও দেখবেন ভালবেসে আপনার সামনে এসেই লেজ নাড়াচ্ছে। আর পোষ্য হলে তো কথাই নেই। সারমেয়র প্রভুভক্তির বিবিধ নিদর্শন রয়েছে। কিন্তু তাই বলে ঈশ্বর ভক্তি, হ্যাঁ ঠিকই শুনছেন, ঈশ্বর নিবেদিত প্রাণ এমন সারমেয়র দেখা মিলল এই দেশেই। মহারাষ্ট্রের পুণেতে। সেখানে একটি মন্দিরে কীর্তনীয়াদের সঙ্গে নিজের ভাষায় ধর্মীয় সংগীত গাইছে সারমেয়টি। সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে।