সৃজনী এক সুপ্ত ভালবাসা, কখন যে কার মধ্যে সে জেগে উঠে নিজের নিদর্শন রাখতে শুরু করবে তা আগে থেকে কল্পনা করা সম্ভব নয়। তবুও মননশীল মানুষের অন্তরেই সে আদরণীয়। সেই মননশীলতা সমাজের যে কোনও স্তর থেকেই আসতে পারে। কোনওভাবেই সৃজনীকে ধনীর খেয়াল বলে চালাতে পারবেন না। সোনার চামচ মুখে দিয়ে জন্মালেও হয়তো সুযোগ সুবিধা বেশি আসে। কিন্তু কুঁড়েঘরেও চাঁদের আলো প্রবেশ করে। শুধু তাকে লালন করতে জানতে হয়। শিল্প যত লালিত পালিত হবে, শৈল্পিক সত্ত্বার বিকাশ ততই মননশীল হবে। ১৬ বছর ধরে তেমনই কাজ করে চলেছেন বেন উইলসন।
ট্যাগ লন্ডন
চকলেট কিনতে ২৬ লক্ষ টাকা খরচ করলেন এই মহিলা, কেন জানেন?
চকলেট কিনতে কেনা পছন্দ করে, আর খেতে সেই প্রসঙ্গ এখন আলোচনার মধ্যে নাই বা থাকল। তবুও বলব চকলেট চকলেটই। তবে যত ধনী ব্যক্তিই হন না কেন, লাক লাক টাকার চকলেট আর কজন কেনেন। আপনি দেখেননি, মানে সেরকম ঘটনা ঘটেনি, এমন ভাবার কোনও কারণ নেই। সবকিছু উল্টে পাল্টে দিয়েই জামিরা হাজিয়েভা নামের এক মহিলা ২৬লক্ষ টাকার চকলেট কিনে ফেলেছেন।