১৬ সেকেন্ডে ধ্বংস হয়ে গেল ১৬ হাজার টন ইস্পাতে নির্মিত ভবন। বেথলেহেম স্টিল সংস্থার( Bethlehem Steel company) তৈরি এই ভবনের নাম মার্টিন টাওয়ার ১৯৭২ সাল থেকে আমেরিকার পেনসিলভেনিয়াতে( Pennsylvania) ২১ তলা মার্টিন টাওয়ার ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে আছে। সেই ভবনের এমন ভেঙে পড়া রূপ দেখে বিস্মিত বিশ্ব। সম্প্রতি মার্টিন টাওয়ার( Martin Tower)ধুলোয় মিশে যাওয়ার ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে।