থাইল্যান্ডের রাজবাড়ি নিয়ে সেখানাকার মানুষের কৌতূহলের শেষ নেই। মহাভাজিরা লঙ্গ কর্ণ হলেন থাইল্যান্ডের বর্তমান রাজা। তাঁর রাজকীয় সঙ্গী নির্বাচিত হয়েছেন সেদেশের সামরিক বাহিনীর একজন মেজর। তবে তিনি মহিলা তাঁকে সেনানার্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর নাম ওঙ্গ ভাজিরা পাকদি। তিনি সব কাজেই সমান দক্ষ, ৩৪ বছরের তন্বী সেনানার্ট যেমন রাজার নিরাপত্তায় কড়া নজরদারি রেখেছেন। তেমনই রণক্ষেত্রে সমান দক্ষতায় যুদ্ধ করে যান। ৬৭ বছরের জন্মদিনে রাজা নিজে সেনানার্টকে রাজকীয় সঙ্গী হিসেবে ঘোষণা করেছেন।
ট্যাগ থাইল্যান্ড
সদ্যোজাতকে কবর দিয়েছিল মা, মাটি খুঁড়ে একরত্তির প্রাণ বাঁচাল সারমেয়
কৈশোরের প্রেম ডেকে আনল বিপদ, সন্তানসম্ভবা কিশোরী মা হল। কিন্তু বিষয়টি লোকচক্ষুর আড়ালে রাখতে সদ্যোজাতকেই মাটি চাপা দিল সে। এদিকে রাস্তার পাশে আচমকা মাটির ঢিপি দেখেই সন্দেহ হয় পাড়ার পরিচিত প্রিয় কুকুর পিংপঙের। সে মাটি খুঁড়তে শুরু করে। তার তিনপায়ের বদান্যতায় অল্পক্ষণের মধ্যেই আলগা হয়ে পড়ে মাটির ঢিপি। সেখান থেকে কচি দুখানা হাত বেরোতেই তারস্বরে ডাকতে শুরু করে পিংপং। সাত সকালে পিংপঙের গলায় এমন অস্বাভাবিক ডাক শুনেই ছুটে আসেন স্থানীয়রা। তারপর মাটি সরিয়ে উদ্ধার হয় সদ্যোজাত।