Hot Shower

এই শীতে এগুলি করলে মহাবিপদ, কেন জানেন?

শীত এসেছে, উত্তুরে হাওয়া জানান দিচ্ছে তার উপস্থিতি। এই পরিস্থিতিতে ত্বকের যত্ন না নিলে অচিরেই বিপদে পড়তে পারেন। শীতে ত্বকের যত্ন নিতে কত রকমের ময়শ্চারাইজার থেকে শুরু করে কোল্ড ক্রিম, আরও কত উপচার ব্যবহার করেন। সেই সঙ্গে রূপটান তো আছেই। ঠোঁটের জন্য নানারকম ফ্লেভারের লিপ বাম বাজারে রয়েছে, শুধু পছন্দমতো বেছে নেওয়ার অপেক্ষা। তবে এই ঠান্ডায় বেশ কয়েকটি কাজ ভুলেও করবেন নাষ নাহলে আপনার সযত্নে লালিত ত্বকের দফা রফা হয়ে যাবে। সেগুলি ঠিক কী কী চলুন একবার দেখে নিই।