Irfan Khan

কবজিতে চোট নিয়ে বিনা পারিশ্রমিকে অভিনয়, প্রতিশ্রুতি ও ভালবাসার নাম ইরফান খান

ইরফান খান, এই নামের সঙ্গে একরাশ দুঃখ যেন চিরকালের জন্য জড়িয়ে গেল। অভিনেতা ইরফান মানুষ হিসেবে যে কতটা খাঁটি ছিলেন, তা গত কয়েকদিনে সহকর্মী, বন্ধু, পরিচিত, পরিবার বা অনুরাগীরা সবাই বার বার করে বলেছেন। এই অসময়ে তাঁর চলে যাওয়াটা শুধু ভারতীয় সিনেমার জন্য বিরাট ক্ষতি, এমনটা নয়। বিদ্বেষের দুনিয়ায় যখন মানবিকতাকে দূরবিন দিয়ে খুঁজতে হচ্ছে তখন ইরফান খান একটা বিরাট ভরসার নাম। অনেকদিন পর ভারতীয়রা এক প্রিয়জনকে হারালো তাতে কোনও সন্দেহ নেই।