হোয়াটসঅ্যাপ, ফোনের মেসেজ অপশনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বি কিন্তু এই হোয়াটসঅ্যপ। হ্যাঁ যেদিন থেকে চিটচ্যাটের জন্য এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি স্মার্টফোনের বন্ধু হয়ে গেল সেদিন থেকে মেসেঞ্জারও আর নেটিজেনদের পছন্দের মাপকাঠিতে এক নম্বরে থাকতে পারল না। এই হোয়াটসঅ্যাপ নিয়ে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে হুড়োহুড়ির শেষ নেই সম্প্রতি ফেসবুকের তথ্য সহজে শেয়ার করার অপশনও হোয়াটসঅ্যাপে এসে গিয়েছে। এবার কিন্তু তাতেও শান্তি কই, প্রিয়জনকে লুকিয়ে কোনও তথ্য পাঠাবেন, তা-ও সম্ভব নয়। কেউ না কেউ ঠিক ফোনটা হাতে পেয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখে নেবে। তবে এই যন্ত্রণা আর সহ্য করার দরকার নেই। এবার হোয়াটসঅ্যাপ খুলতে হলে চাই ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ মালিকের আঙুলের ছাপ না ফেলে দরজা বন্ধই রাখবে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ।