বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেও বারে বারে ভেস্তে যায়। আসলে দিনকাল তো খুব একটা সুবিধার নয়, বাড়ি ফাঁকা রেখে যাওয়ার সাহসই হয় না। কিন্তু তাই বলে তো অনন্তকাল বাড়ির দেখভালের দায়িত্ব নিয়ে বসে থাকতে পারেন না। কাউকে তখন অনুরোধ করতে হয় বাড়িতে থাকার। সেটাও বড় ঝামেলার। তবে এবার থেকে এসব আর ভাবতে হবে না। নিশ্চিন্তে পাহাড়ে, জঙ্গলে অথবা বিচে বসে ছুটি কাটান। বাড়ি আপনার ভাল থাকবে। আগলে রাখবে এই স্মার্ট গ্যাজেটরা। চলুন এদের কীর্তিকলাপ একটু দেখে নিই।