প্রয়াত প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee Dies)। মৃত্যুর সঙ্গে টানা ২১ দিনের পাঞ্জা লড়াইয়ের ইতি। ৩১ আগস্ট সন্ধ্যায় পৃথিবী ছেড়ে অমৃতলোকে যাত্রা করলেন কীর্ণাহারের ছোট্ট খাট্টো চেহারার বুদ্ধিদীপ্ত মানুষটি। বীরভূমের এই অখ্যাত গ্রাম যাঁর আলোয় আলোকিত ছিল এতদিন, ভাদ্র সন্ধ্যায় সেখানে আজ দুঃখের পাহাড় নেমে এসেছে। ভারতীয় রাজনীতির আপাদমস্তক ভদ্রলোক বলতে এই মানুষটিকেই বোঝায়। নিরন্তর চিৎকার, বেলাগাম মন্তব্য না করেও রাজনীতিতে শুধু টিকে থাকাই নয়, পরম যত্নে দেশের উন্নতিসাধনে চাণক্যের ভূমিকা নিয়েছেন বারবার।