SKIN CARE

শীতে সুন্দরী থাকতে চান? এভাবেই চটপট ত্বকের যত্ন নিয়ে নিন

শীত আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। হেমন্তের বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব| শীতের আগমনের এই সময়টাতে ত্বককে আদর যত্নে মুড়ে রাখুন। নাহলেই ত্বক রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়| বাইরের ধুলোবালি, শীতল আবহাওয়ায় নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরণের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, হাত-পা ফেটে যাওয়া, ব়্যাশ দেখা দেয়| বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাঁদের অবস্থা আরও খারাপ হয়। তাই শীতের এই সময়টাতে ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে দরকার একটু বাড়তি যত্ন ও সর্তকতা।