Indian farmer creates bike

বাইকে চড়ে সুপুরি পাড়ছেন কৃষক, ভাইরাল ভিডিও

কৃষি প্রধান ভারতে শুধু খেতি বাড়িই নয় ফলের গাছও অর্থনীতির ভিত্তিকে সুদৃঢ় করে। তাল, নারকেল সুপুরির মতো ফল তো অন্যান্য শাকসবজির মতোই বাড়ির বাগানে ফলে থাকে। তবে আর পাঁচটা ফলের মতো এই ফলকে গাছ থেকে ছিঁড়ে খাওয়াটা এতটাও সহজ নয়। বলা চলে বেশ শক্ত কাজ। গাছে উঠে নারকেল পাড়তে গেলে কিছু নিয়মাবলী তো অনুসরণ করতেই হয়। নাহলে পপাত ধরনী তল হয়ে সোজা হাসপাতালে যেতে হবে। ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় তাহলে বড়সড় বিপদ ঘটে যেতে পারে, এর জেরে হয়তো সারা জীবন বিছানাতেই থাকতে হতে পারে। এবার এই সমস্যার সমাধান করে ফেললেন দেশেরই এক কৃষক। চলুন সমাধানের পথটা জেনে নিই।