ঋতুপর্ণ (Rituparno Ghosh) নেই, দেখতে দেখতে সাতটা বছর। ৩০ মে দিনটা যখন বছর ঘুরে আসে, তখনও হিসেব কষি। আসলে মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করি। আমার জাঙ্ক জুয়েলারি থেকে শখের স্কার্ফ, যেটা মাঝে মাঝে মাথাতেও পাগড়ির কায়দায় বাঁধার চেষ্টা করি। সবেতেই মিশে আছে আমার ঋতুপর্ণ।